জুপিটার নোটবুকে কোড লেখা
আমি ডেস্কটপ এ আমার নোট সেভ করে রাখবো তাই desktop ডিরেক্টরিতে ক্লিক করি

NEW বাটনে ক্লিক করে python৩ সিলেক্ট করে test নামে একটি নোট তৈরী করি।

Notebook Interface

পাইথন print('Hello World!') লিখে Run বাটনে ক্লিক করি। আবার "Shift + Enter " একসাথে বাটন চাপ দিলে কোডটি রান হবে।
print('Hello World!')
আমাদের প্রথম পাইথন কোড আউটপুট নিচের মত

Last updated