Framework কি?
Framework কি?
একজন ডেভেলপার হিসেবে আমরা শুধু একটিমাত্র Website/Web Application তৈরি করে বসে থাকিনা! অবশ্যই আমরা আমাদের জীবনে অনেক অনেক Website/Web Application তৈরি করব! কিন্তু আপনি লক্ষ্য করবেন, আমাদের তৈরি প্রতিটি ওয়েবসাইট বা ওয়েবঅ্যাপ এর মধ্যে কিছু কিছু কাজ সব সময়ই কমন থাকে, এবং প্রতিটি ওয়েবসাইট তৈরি করার সময় বার বার কিছু বিষয়ে একই কোড লিখা লাগে! যেমন User Registration এবং Login , Database Connectivity , Security এর মতো বিষয় গুলো , এছাড়াও Admin Panel তৈরি করা ইত্যাদি। প্রতিবারই এগুলো করা একেতো খুবই বিরক্তিকর কাজ তার উপর একজন চৌকুষ ডেভেলপারের কর্মপন্থার সাথে সাংঘর্ষিক! Web Framework হল এমন একটি Tools যেটাতে এ সকল কমন বিষয়েগুলো বিল্টইন থাকে, তাই Framework ব্যবহার করলে একই কোড বার বার লিখতে হয়না, এতে একজন ডেভেলপারের সময় যেমন বেঁচে যায় , এবং ডেভেলপমেন্ট ও দ্রুততর হয় ! একজন ডেভেলপার হিসেবে আমাদের কাজ হলো শুধু প্রয়োজনীয় ফ্রেমওয়ার্কটা আমাদের নিজেদের প্রোজেক্টে ব্যবহার করা।
Last updated