কনফিগার
যখন আমরা আমাদের django app থেকে সাধারণ রিকোয়েস্ট দেই তখন সেটা wsgi সিস্টেম এ এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায় যা রিকোয়েস্ট গ্রহণ করে তার প্রেক্ষিতে রেসপন্স দেয় এবং কানেকশন টি ক্লোজ করে দেয় পরে আবার ডেটা দরকার হলে আবার কানেকশন তৈরী করতে হয় আর asgi সিস্টেম এ একবার কানেকশন হলে পরে রিয়েল টাইম ডাটা দেখা যায় যেমনটা আমরা চ্যাট এপ্লিকেশন ও বিভিন্ন স্টক মার্কেট এর এক্সচেঞ্জ ভ্যালু ড্যাশবোর্ড দেখতে পাই।
সাধারণ ভাবে আমরা django এর wsgi সিস্টেম এ view.py এর মাদ্ধমে রিকোয়েস্ট লেনদেন করি কিন্তু asgi সিস্টেম এ consumer এর মাদ্ধমে সেটা করতে হবে

settings.py ফাইলের শেষে নিচের কনফিগার করি
asgi.py
routing.py
consumers.py
html
Last updated