মাইগ্রেশন

বই এর ভাষায় বলতে গেলে মাইগ্রেশন(Migration) হলো আমাদের এপ এর ডাটাবেজ(Database) এর স্কিমা(Schema).

মাইগ্রেশন

মডেল বানানোর পর মাইগ্রেশন করলে মডেল অনুযায়ী একটি মাইগ্রেশন ফাইল তৈরী হয় যেখানে মডেল অনুযায়ী sql কোডের পাইথন কোড তৈরী হয়। পরবর্তীতে মাইগ্রেট করলে ডাটাবেজ এ টেবিল তৈরী হয়।

প্রজেক্ট ফোল্ডারে cmd ওপেন করে মাইগ্রেশন কমান্ড রান করি

python manage.py makemigrations

মাইগ্রেট

python manage.py migrate

Last updated