সেটিংস পরিচিতি
সেটিংস পরিচিতি
আমরা [অ্যাপ/প্রোজেক্ত] আগের চ্যাপ্টারে জেনেছি যে জ্যাঙ্গোর অ্যাপগুলো রিইউজঅ্যাবল! অর্থাৎ আপনি একটা অ্যাপ তৈরি করে সেটা যেকোন প্রোজেক্টে ব্যবহার করতে পারবেন। এমনকি অন্যের তৈরি অ্যাপ নিজের প্রোজেক্টে ব্যবহার করতে পারবেন! প্রতিটি অ্যাপই স্বয়ংসম্পুর্ন। একারণে যখন আপনি কোন অ্যাপ তৈরি করেন, অথবা অন্য কোথাও থেকে নিয়ে আসেন সেটা অটোমেটিক জ্যাঙ্গোতে এড হয়ে যায়না! ম্যানুয়ালি এড করে নিতে হয়। খুব সহজেই আপনি অ্যাপ এড করতে পারেন, সেটার জন্য যা করতে হবেঃ প্রথমে প্রোজেক্ট ফোল্ডারে থাকা settings.py ফাইলটি কোন টেক্সট এডিটরে ওপেন করুন!
myproject/settings.py
ফাইলের মধ্যে INSTALLED_APPS নামে একটা লিস্ট দেখতে পাবেন! যেটার ভিতরে এরকম কয়েকটা আইটেম থাকবেঃ
Last updated