স্ট্যাটিক ফাইল ও টেম্পলেট

settings.py and urls.py সেট করে ফেলি যাতে টেম্পলেট এবং মিডিয়া ফাইল নিয়ে পরে কাজ করতে পারি।

#settings.py
TEMPLATES = [
    {
        'DIRS': [BASE_DIR / 'templates'], # ঠিক এইরকম
    }
]


STATIC_URL = 'static/'
STATICFILES_DIRS = [
    BASE_DIR / 'static',
]
STATIC_ROOT=(BASE_DIR/ "assets/")
import os
MEDIA_URL = '/media/'
MEDIA_ROOT = os.path.join(BASE_DIR, 'assets/media/')

urls.py

from django.conf import settings
from django.conf.urls.static import static

urlpatterns = [
    
]
if settings.DEBUG:
    urlpatterns += static(settings.STATIC_URL, document_root=settings.STATIC_ROOT)

প্রজেক্ট ফোল্ডার এর যে ফোল্ডার এ manage.py ফাইল যে ফোল্ডার এ আছে সেখানে ৩ টি ফোল্ডার বানান

  1. assets (আপাতত খালি)

  2. static/css (static ফোল্ডার এর মধ্যে css নামে আরেকটি ফোল্ডার বানাই)

  3. templates

Last updated