sum()ফাংশন
numpy sum() ফাংশন একটি aggregate(সামগ্রিক) ফাংশন । ফাংশনটি একটি এরে নিয়ে তার এলিমেন্ট গুলোর যোগফল প্রদান করে।
1d Array sum()

import numpy as np
a = np.array([1, 2, 3])
total = np.sum(a)
print(total)
Output:
6
#------------- এভাবে কাজ করে --------------#
1+2+3 = 6
যে ভাবে কাজ করে :
প্রথমে একটি এরে তৈরী যা তিনটি নাম্বার ধারণ করে।
a = np.array([1, 2, 3])
sum ফাংশন ব্যবহার করে এলিমেন্ট নাম্বার গুলি যোগ করি।
total = np.sum(a)
রেজাল্টটি প্রিন্ট করি
print(total)
2d Array sum()

import numpy as np
data = np.array([[1,2],[3,4],[5,6]])
print(data.sum())
Output
# Output :
21
#------------- এভাবে কাজ করে --------------#
1+2+3+4+5+6 = 21
3d Array sum()
import numpy as np
data = np.array([[[1,2],[3,4],[5,6]],[[7,8],[9,10],[11,12]]])
print(data.sum())
Output :
78
#------------- এভাবে কাজ করে --------------#
1+2+3+4+5+6+7+8+9+10+11+12 = 78
Last updated