NumPy এরে ডাইমেনশন
NumPy এরে ডাইমেনশন :
NumPy মাল্টি ডাইমেনশনাল এরে সাপোর্ট করে। array() ফাংশনের মধ্যে [ দ্বারা ডাইমেনশন নির্ধারণ করা হয়। array() ফাংশনের মধ্যে প্রথমে যে কয়টি [ থাকবে ওই সংখ্যাটাই এরে ডাইমেনশন।
import numpy as np
a = np.array(1)
এখানে array() এর মধ্যে যে ভ্যালুটি আছে তা কোন [] ডাইমেনশন এর মধ্যে রাখা হয় নি।
Last updated