2 ডাইমেনশন এরে
2 ডাইমেনশন এরে তৈরী করি
import numpy as np
c= np.array([[1,2],[3,4],[5,6]])
print(c)
array() ফাংশনের মধ্যে 2টি [[ এর পরে নাম্বার বা এরে এর ভ্যালু শুরু হয়েছে এটা 2 ডাইমেনশন এরে ।
2 ডাইমেনশন এরে অনেকটা এরকম দেখতে
নিচের ছবিতে বোঝানো হচ্ছে তিনটি row আছে দুই কলাম বিশিষ্ট।

Last updated