1d এরে স্লাইসিং

1d এরে স্লাইসিং

মনেকরি আমাদের কাছে একটি এরে আছে নিচের মত

import numpy as np
myArray = np.array(["By the Way,", "Hello", "World!"])

আমরা এই এরে থেকে "Hello", "World!" প্রিন্ট করতে চাচ্ছি

import numpy as np
myArray = np.array(["By the Way,", "Hello", "World!"])
print(myArray[1:3])

Output :

['Hello' 'World!']

যখন আমরা স্লাইসিং করবো তখন এটার রেজাল্ট প্রথম ইন্ডেক্সটি ধরে এবং শেষের ইন্ডেক্সটি ছেড়ে দেয় যার কারণে hello world প্রিন্ট হয়েছে যদি আমরা 3 না দিয়ে 2 দিতাম তাহলে শুধু hello রিটার্ন করতো।

Last updated