এরে shape জানা:

এরে shape

এরে shape : একটা এরে এর প্রত্যেকটা ডাইমেনশনে কয়টি করে এলিমেন্ট (রো,কলাম ) আছে তা জানা

import numpy as np
zero = np.array(1)
print(zero.shape)

one = np.array([1,2,3])
print(one.shape)

two = np.array([[1,2,3],[4,5,6]])
print(two.shape)

three = np.array([[[1,2,3],[4,5,6]],[[7,8,9],[10,11,12]]])
print(three.shape)

Output :

()
(3,) # তিনটা কলাম 
(2, 3) # তিনটা কলাম ২টি 1d রও 
(2, 2, 3) # তিনটা কলাম ২টি 2d রও 

এরে shape বোঝার জন্য আমাদের ডান দিক থেকে ভ্যালু গুলো লক্ষ্য করতে হবে। ডান দিক থেকে প্রথম ভ্যালু টি হলো কলাম সংখ্যা (যা ১d এরে কলাম বুঝাই )। দ্বিতীয় ভ্যালু টি হলো রও সংখ্যা (যা ২d এরে রো বুঝাই )। তৃতীয় ভ্যালু টি হলো রও সংখ্যা ((যা ৩d এরে রো বুঝাই ))

Last updated