pandas series

pandas সিরিজ

টেবিলের একটা কলামকে আমরা সিরিজ হিসাবে দেখতে পারি এটা ১d এরে ডাইমেনশনের যেকোনো ডেটা টাইপের ডেটা ধারণ করতে পারে। কলাম গুলোর ইনডেক্স নাম্বার থাকে যা শূন্য থেকে শুরু হয় ।

কিভাবে pandas সিরিজ বানাবো।

pandas.Series() ফাংশন ব্যবহার করে pandas সিরিজ বানাতে পারি

import pandas as pd
x = pd.Series()

pandas সিরিজ Example

import pandas as pd

# Create a Series
s = pd.Series([1, 3, 5, np.nan, 7, 9])
print(s)


#Output
0    1.0
1    3.0
2    5.0
3    NaN
4    7.0
5    9.0
dtype: float64

Last updated