ডেটাফ্রেম (DataFrame)
ডাটাফ্রেম একটি টেবিল এর মত। ডাটাফ্রেম এ যে name ,age ,city দেখতে পাচ্ছি আমরা এগুলোকে হেডার বলবো।

সাধারণত যখন কেউ কোন ডেটা দেয় বেশিরভাগ সময় এক্সেল ডেটা আকারে ডেটা ফাইল প্রদান করে তাই পান্ডাস নিয়ে কাজ করার সময় আমরা মনে করবো যে আমরা এক্সেল শিট এর ডেটা নিয়ে কাজ করছি তাহলে আমাদের বুঝতে অনেক প্রাকটিক্যাল হবে।
Last updated