Series And Dataframe

পান্ডাস নিয়ে কাজ করার জন্য দুইটি বিষয় আমাদের গভীর ভাবে জানতে হবে।

১. সিরিজ (Series)

২. ডেটাফ্রেম (DataFrame )

সিরিজ হলো কলাম জাতীয় আর ডেটাফ্রেম হলো টেবিল জাতীয়।

ডেটা ফ্রেম সাধারণত ট্যাবুলার ফরম্যাটে ডেটা সংরক্ষণ করে। এটি কলাম ও রো নম্বরের পাশাপাশি বিভিন্ন ধরণের ডেটা ধারণ করতে পারে।

Last updated