Python Statement
What Is Python Statement
পাইথন স্টেটমেন্ট:
আমরা সোর্স কোড হিসাবে যে ইন্সট্রাকশন দেই এবং পাইথন interpreter যা এক্সিকিউট করে তাই পাইথন স্টেটমেন্ট।
আমরা যে কোডলিখি তা যদি পাইথন interpreter সঠিক ভাবে compile করে কোন প্রকার এরর ছাড়া এক্সিকিউট করতে পারে তখন সেটা একটি স্টেটমেন্ট।
সিঙ্গেল লাইন স্টেটমেন্ট
সাধারণত একলাইনে যে স্টেটমেন্ট গুলো শেষ হয় তা হলো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট । পাইথন এ সিঙ্গেল লাইন স্টেটমেন্ট একলাইনে কোডলিখে শেষ হয়। যেমন আমরা যখন কোন ভ্যারিয়েবল বানাই তখন আমরা একলাইনে ভ্যরিয়েবল এর ভ্যলুসেট করি।
# এটা single line বা simple statement একলাইনে একটা ভ্যরিয়েবল বানালাম এবং তাতে ভ্যল asign ু করলাম
a = 10
মাল্টিপল স্টেটমেন্টকে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট
অনেক সময় মাল্টিপল স্টেটমেন্টকে সেমিকোলন সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বানাননো হয়।
b= 20;c=30
print(b*c)স্টেটমেন্ট ব্যবহার করে আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, মান অ্যাসাইন করতে পারেন, শর্ত পরীক্ষা করতে পারেন, লুপ চালাতে পারেন, ফাংশন কল করতে পারেন, ফাইল পঠন করতে পারেন এবং বিভিন্ন অন্যান্য কার্যকারিতা অপারেশন পরিচালনা করতে পারেন।
কিছু উদাহরণ দেওয়া হলো পাইথন স্টেটমেন্ট এর সম্পর্কে:
প্রিন্ট স্টেটমেন্ট:
print("Hello, World!")ভ্যারিয়েবল ডিক্লেয়ার এবং মান অ্যাসাইন করা:
x = 5
name = "John"Expression Statement
An Expression is a sequence or combination of values, variables, operators . In the below example x, y and z are variables, 5 and 3 are values, = and + are operators.
x = 5, y = 3, z = x + y
#Arithmetic Expression
a=5
a+50
#using function in an expression
type(5)শর্ত পরীক্ষা:
if x > 0:
print("Positive number")
else:
print("Negative number")
Last updated