Python Operator

What Is Operator ?

কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় operator হলো বিশেষ কিছু symbols বা চিহ্ন। সাধারণত গণনার কাজ ও বিভিন্ন শর্ত যুক্ত কাজে শর্তের ম্যাচিং করার জন্য বিশেষ বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্ন গুলো এক একটা অপারেটর।

What are operands ?

অপারেটর যে ভ্যালু নিয়ে কাজ করে তারা হলো অপারেন্ড

# এখানে + একটি বিশেষ চিহ্ন যা দিয়ে একটি ম্যাথমেটিক্যাল অপারেশন ঘটানো হয়েছে। + চিহ্ন যাদের কে ব্যবহার করে অপারেশন করে তাদের অপারেন্ড  বলে এখানে + চিহ্নের দুই পাশে দুইটি হলো অপারেন্ড
print(10+20) 

‘+’ হলো operator আর 10 and 20 operand

Types Python Operator

বিভিন্ন গাণিতিক সমস্যা ও শর্ত যুক্ত সমস্যা নিয়ে কাজ করার জন্য পাইথন বিভিন্ন অপারেটর দিয়ে রেখেছে।

  • 1. Arithmetic Operators

  • 2. Comparison Operators

  • 3. Logical Operators

  • 4. Assignment Operators

  • 5. Identity operators

  • 6. Membership operators

  • 7. Bitwise Operators

Last updated