Arithmetic Operators
Arithmetic Operators
সাধারণ যোগ, বিয়োগ ,গুন, ভাগ ইত্যাদি গাণিতিক কাজের জন্য ব্যবহার করা হয়।
Operator
name
+
Addition
-
Subtraction
*
Multiplication
/
Division
%
Modulus
//
Floor Division
**
Exponentiation (power)
৩২*২=৬৪
১৬*২=৩২
৮*২= ১৬
৪*২ = ৮
২*২ = ৪
Addition (+): দুইটা অপারেন্ড কে যোগ করতে ব্যবহার করা হয়। ফলাফল হিসাবে দুইটি অপারেন্ড এর যোগফল বা সমষ্টি ভ্যালু হিসাবে প্রদান করে।
Subtraction (-): প্রথম অপারেন্ড থেকে দ্বিতীয় অপারেন্ড বিয়োগ করে এবং ফলাফল হিসাবে পার্থক্য প্রদান করে
Multiplication (*): সাধারণ ভাষায় দুইটা অপারেন্ডকে গুন করে ফলাফল প্রদান করে।
Division (/): সাধারণ ভাষায় দুইটা অপারেন্ডকে ভাগ করে ভাগফল প্রদান করে।
Modulus (%): ভাগশেষ ফলাফল প্রদান করে।
Floor Division (//): সর্বনিম্ন পূর্ণসংখ্যা ভ্যালু প্রদান করে। যদি ফলাফল ৫.৯ হয় ফলাফল সর্বনিম্ন পূর্ণসংখ্যা ৫ প্রদান করবে
Exponentiation (**): গাণিতিক পাওয়ার power এর কাজ করে। ** এর পরে যে সংখ্যা দেয়া হবে ** এর আগের সংখ্যাকে সেই কইবার গুন করবে। যেমন ২**৬ এর গাণিতিক হিসাব হবে ২ কে ৬ বার গুন করবে : ২*২*২*২*২*২
Arithmetic Operators Practical
সাধারণ গাণিতিক হিসাব করার জন্য আমরা গল্পে গল্পে পাইথন এরিথমেটিক অপারেটর শিখবো।
মনে করি আমরা বাজারে যাবো বাজার করতে ।
আমার কাছে ১০০ টাকা ছিল আরো ২০০ টাকা নিয়ে মোট ৩০০ নিয়ে বাজারে গেলাম।
আমার কাছে ১০০ টাকা ছিল আরো ২০০ টাকা নিয়ে মোট ৩০০ নিয়ে বাজারে গেলাম।
(+) Addition যোগ
#------- (+) Addition যোগ -------
total = 100+200 # output 300২৫ টাকার আলু কিনলাম।
(-) Subtraction বিয়োগ
#------- (-) Subtraction বিয়োগ -------
balance = 300-25 #output 27510 টাকার লটারি খেললাম খেলে জিতলাম ২০ টাকা
(*) Multiplication গুন
#------ (*) Multiplication গুন -------
mul = 10*2 #output 20বাজারে তিন লোক ১০০ টাকা সমান ভাগাভাগি নিয়ে তর্ক করছিলো তাদেরকে ভাগের পরিমান বলে দিলাম।
(/) Division ভাগ
#------- (/) Division ভাগ -------
avg = 100/3 #Output 33.333333333333336তিনজন ৩৩ টাকা নেয়ার পর অবশিষ্ট কত টাকা থাকে তা জানতে চাইলে বললাম (%)
Modulus ভাগশেষ
#---- (%) Modulus ভাগশেষ ----
extra = 100%3 # output 1. কারণ ৩ দিয়ে ১০০ কে ভাগ করলে ৩৩*৩ = ৯৯ হাতে থাকে ১।(//) floor সর্বনিম্ন পূর্ণসংখ্যা
তিনজন যদি পয়সা না নেয় তাহলে কত করে পাবে তা তাদের বুঝালাম মডুলাস অপারেটর দিয়ে
#---- (//) floor সর্বনিম্ন পূর্ণসংখ্যা ----
a = 100//3 # Output 33 . floor ব্যবহার করলে যদি ভাগফল ৫.৯৯ ও আসে আউটপুট হিসাবে ৫ ই রিটার্ন করবে।বাজারে একজন বন্ধু গণিতের power ক্যালকুলেশন বুঝতো না তাকে বুঝলাম
(**) Power পাওয়ার
#---- (**) Power পাওয়ার ----
x = 2**3 # Output 2*2*2 = 8
Last updated