Comparison Operators
Comparison Operators
অনেক সময় আমাদের ডেটাকে বিভিন্ন শর্তের সাথে compare করে ডিসিশন নিতে হয় ।
তখন compare operator ব্যবহার করা হয়।
Comparison Operators:
Symbol
Name
Example
==
Equal
A == b
!=
Not equal
a != b
>
Greater than
a >b
>
Less than
a <b
>=
Greater than or equal to
a>=b
<=
Less than or equal to
a<=b
মনেকরি একটি ক্লাস এর রেজাল্ট তৈরী করতে হবে যেখানে কিছু শর্ত আছে নিচের মত।
শিক্ষার্থীকে সবগুলো সাবজেক্ট এ পরীক্ষা দিতে হবে।
শিক্ষার্থীকে সর্বনিম্ন ৩৩ নম্বর পেতে হবে।
শিক্ষার্থীকে ৩৩ এর নিচে নাম্বার হলে ফেল দেখানো হবে।
শিক্ষার্থী কোন পরীক্ষায় absent থাকলে ফেল দেখানো হবে।
শিক্ষার্থী যদি ৭৯ বা তার কম পায় তাহলে সে A+ পাবে না।
Equal : ==
''' পরীক্ষা হয়েছে ৬ টি। ৬ দিন উপস্থিত ছিল কিনা ? '''
attend = 6
print(attend == 6) # return Truenot Equal : !=
attend = 6
'''যদি ৬ দিন উপস্থিত না থাকে তাহলে ফেল। '''
print(attend !=6 ) # return falseGreater than : >
''' নির্দিষ্ট একটি সাবজেক্ট এ ৩৩ বা তার বেশি পেয়ে পাশ করেছে কিনা ? '''
bangla = 50
print(bangla > 30 ) # Output True । পাশLess Than : <
'''৩৩ এর কম হলে ফেল '''
bangla = 50
print(bangla < 33) # output false ফেল।Greater than or equal to >=
''' এবার আমরা দেখবো মার্ক ৩৩ এর সমান বা তার বেশি হলে পাশ
কি রিটার্ন করবে মার্ক ৩৩ এর সমান বা তার বেশি হলে '''
bangla = 50
print(bangla >= 33) # output TrueLess than or equal to <=
bangla = 50
print(bangla >= 33) # output True
# যদি ১ থেকে ৩২ এর মধ্যে হয় তাহলে কি রিটার্ন করবে
print(bangla <= 32) # Output FalseLast updated