OOP class তৈরী
কিভাবে class
তৈরি করবেন?
class
তৈরি করবেন?class
কিওয়ার্ড ব্যবহার করে পাইথনে ক্লাস তৈরি করা হয় । প্রথমে class কীওয়ার্ড লিখার পর ক্লাসের নাম এর পর একটি সেমিকোলন দিতে হয়।
একটি ক্লাসের মধ্যে বিভিন্ন মেথড(ফাংশন) এবং অ্যাট্রিবিউট (প্রপার্টি) থাকতে পারে যেগুলো পাইথনের নিয়ম অনুযায়ী ইন্ডেন্টেড ব্লকের মধ্যে থাকে।
ক্লাসের যাবতীয় কোড ফিচার ক্লাসের মধ্যে লিখতে হয় যদি ফাঁকা ক্লাস তৈরী করতে হয় তাহলে pass কীওয়ার্ড ব্যবহার করতে পারি।
Class তৈরির সিনট্যাক্সঃ
class School:
# এখানে প্রোপার্টি যোগ করূন
# এখানে মেথড যোগ করুন
pass
Last updated