ক্লাসে মেথড যোগ করা

Class এ কিভাবে মেথড যুক্ত করবেন?

আমরা একটি class এর মধ্যে ব্যবহৃত ফাংশন সমুহকে মেথড বলে থাকি। মেথড সমুহ অন্য যে কোনো ফাংশনের মতই কাজ করে।

সাধারণ পাইথন ফাংশনের মত একটি ফাংশন ক্লাসের মধ্যে লিখতে হয়। পার্থক্য ক্লাসের মধ্যে যে ফাংশন লিখবো তাতে ডিফল্ট একটা প্যারামিটার দিতে হয়। সাধারণত ডিফল্ট প্যারামিটার হিসাবে self ব্যবহার করা হয় অন্য যেকোনো নামে দিলে ও চলবে।

class School:
  #========== Add Method To A Class ===========#
  def welcome (self):
    print('Welcome To Our School')

Last updated