অবজেক্ট তৈরী করা

অবজেক্ট তৈরী করা

প্রথমে একটি ভ্যারিয়েবল বানাতে হবে তারপর = চিহ্ন দিয়ে ক্লাস এর নাম লিখে () দিতে হবে।

class School:
    schoolname='Dhaka University'
  #========== Add Method To A Class ===========#
    def welcome (self):
        print('Welcome To Our School')
        
#============ Create Object ===================# 
du = School()

অবজেক্ট এর প্রপার্টি এক্সেস করা

dot চিহ্ন ব্যবহার করে একটি অবজেক্টের অ্যাট্রিবিউট এবং মেথড গুলোকে অ্যাক্সেস করা হয়।

class School:
    schoolname='Dhaka University'
  #========== Add Method To A Class ===========#
    def welcome(self):
        print('Welcome To Our School')
        
#============ Create Object ===================# 
du = School()
print(du.schoolname) # access object property
du.welcome() # access object method  

Last updated