ভার্চুয়াল এনভায়র্নমেন্ট
শুরু করার আগে আমরা ভার্চুয়াল এনভায়র্নমেন্ট তৈরি করে নিব।
ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইন্সটল
pip install virtualenvভার্চুয়াল এনভায়র্নমেন্ট তৈরী করি :
ডেস্কটপে কমান্ড প্রম্প ওপেন করে নিচের কোড রান করি।
virtualenv venvডেস্কটপে venv নামে নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে

সেটাতে ডাবল ক্লিক করে ভিতরে যান, এরকম কয়েকটি ফোল্ডার দেখবেনঃ

সেখানের Scripts ফোল্ডারটিতে গেলে এই ফাইলগুলো দেখা যাবেঃ

Scripts ফোল্ডারটিতে প্রম্প ওপেন করে activate লিখে এন্টার করি।
একটিভ হয়ে গেলে কমান্ড প্রম্পট বা টার্মিনালের লাইনগুলোর শুরুতে প্রথম ব্র্যাকেটের ভিতর ভার্চুয়াল এনভায়র্নমেন্টের নাম দেখে যাবে!

Last updated