প্রজেক্ট তৈরী করি

জ্যাংগো এবং Django REST framework ইন্সটল করি

pip install django
pip install djangorestframework

জ্যাঙ্গো প্রজেক্ট তৈরী করি

django-admin startproject RestApiProject

জ্যাঙ্গো প্রজেক্ট ডেভেলপমেন্ট সার্ভার চালু করে চালিয়ে দেখি

python manage.py runserver

একটি Blog নামে app তৈরী করি

settings.py ওপেন করে Blog এবং rest_framework কে প্রজেক্ট এর সাথে যুক্ত করি

Reactjs

reactjs থেকে django তে রিকোয়েস্ট দিলে ব্লক নেটওয়ার্ক জাতীয় এরর শো করে এটা ঠিক করার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে।

১. django-cors-headers প্যাকেজ ইনস্টল করতে হবে। pip install django-cors-headers

২.django প্রজেক্টের settings.py ফাইলে ইনস্টল apps এ corsheaders যোগ করতে হবে এবং নিচের মত কনফিগার করতে হবে।

৩. reactjs app ইউআরএল কনফিগার করতে হবে এখানে আমার app ইউআরএল http://127.0.0.1:3000/

Last updated