ভার্চুয়াল এনভায়র্নমেন্ট তৈরী করি :

ডেস্কটপ বা অন্য যেকোনো লোকেশনে Django প্রজেক্ট এর জন্য একটি ফোল্ডার বানিয়ে কমান্ড প্রম্প CMD তে ওপেন করি। আমি ডেস্কটপ এ djangoproject নামে একটি ফোল্ডার তৈরী করে CMD তে ওপেন করলাম।

cd desktop
cd djangoproject

ভার্চুয়াল এনভায়র্নমেন্ট তৈরী করি :

virtualenv venv

লক্ষ্য করে দেখবেন ডেস্কটপের djangoproject ওয়ার্কিং ডিরেক্টরিতে venv নামে নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে

সেটাতে ডাবল ক্লিক করে ভিতরে যান, এরকম কয়েকটি ফোল্ডার দেখবেনঃ

সেখানের Scripts ফোল্ডারটিতে গেলে এই ফাইলগুলো দেখা যাবেঃ

ফাইলগুলোর নাম দেখে কি বুঝতে পারছেন এগুলো কি? না বুঝলেও সমস্যা নেই! এখানের একটা মাত্র ফাইল আমাদের লাগবে সেটা হল activate কমান্ড প্রম্পট যদি ওপেন করাই থাকে তাহলে সেখানে cd কমান্ড দিয়ে উপরের script ফোল্ডারে আসুনঃ

এর পর activate কমান্ডটি লিখে এন্টার চাপুনঃ একটিভ হয়ে গেলে কমান্ড প্রম্পট বা টার্মিনালের লাইনগুলোর শুরুতে প্রথম ব্র্যাকেটের ভিতর ভার্চুয়াল এনভায়র্নমেন্টের নাম দেখে যাবে!

কাজ শেষে ভার্চুয়াল এনভায়র্নমেন্ট ডিএকটিভেট করে দিতে হবে deactivate কমান্ড দিলেই কাজ হয়ে যাবে।

ভার্চুয়াল এনভায়র্নমেন্ট ইন্সটল, একটিভ করা হল! এখন জ্যাঙ্গো ইন্সটল করতে হবে! মনে রাখবেন, জ্যাঙ্গো কিন্তু ভার্চুয়াল এনভায়র্নমেন্ট এর মধ্যে ইন্সটল হবে/করতে হবে, আপনার মেইন পাইথন ইন্টারপ্রেটারে জ্যাঙ্গো ইন্সটল করা থাকলেও! কারন সেটা আমরা ব্যবহার করবনা, আমরা ব্যবহার করব ভার্চুয়াল এনভায়র্নমেন্ট এর জ্যাঙ্গো!

Last updated