জ্যাংগো ইন্সটল
জ্যাঙ্গো ইন্সটল করা অন্যান্য পাইথন প্যাকেজ ইন্সটল করার মতই সহজ, কমান্ডপ্রম্পট বা টার্মিনালে ভার্চুয়াল এনভায়র্নমেন্ট একটিভ করে নিন। তারপর কমান্ড এন্টার করুন! জ্যাঙ্গোর স্ট্যাবল ভার্শন আপনার ভার্চুয়াল এনভায়র্নমেন্টে ইন্সটল হয়ে যাবে।
ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা চেক করে নিন!
pip install django

ভার্শন চেক করতে প্রথম কমান্ড প্রম্পট বা টার্মিনালে পাইথন চালু করুন, এর পর জ্যাঙ্গো ইম্পোর্ট করুন import django যদি কোন ইরর দেখায় তাহলে বুঝতে হবে জ্যাঙ্গো ঠিকভাবে ইন্সটল হয়নি। ইরর না দেখালে এটা লিখে এন্টার চাপুন django.__version__
আপনার জ্যাঙ্গো ভার্শন নাম্বার দেখতে পারবেন।

Last updated