Series.index
ইনডেক্স জানার জন্য ব্যবহার হয়
যদি আমরা ডিফল্ট ইনডেক্স ব্যবহার করি তাহলে নিচের মত আউটপুট আসবে।
marks = ['Bangla','English','Math','science']
mark_series =pd.Series(marks)
print(mark_series.index)Output :
RangeIndex(start=0, stop=4, step=1)
এখানে বলা হচ্ছে ইনডেক্সটি ০ থেকে শুরু হয়েছে ৪ এ গিয়ে শেষ হয়েছে এবং প্রত্যেকবার ১১ স্টেপ করে বৃদ্ধি পেয়ে ইনডেক্স হয়েছে।
যদি আমরা কাস্টম ইনডেক্স ব্যবহার করি তাহলে ইনডেক্স এর নাম শো করবে ।
marks = [70,80,45]
subject = ['Bangla','English','Math']
mark_series =pd.Series(marks,index=subject)
print(mark_series.index)Output :
Index(['Bangla', 'English', 'Math'], dtype='object')Dictionary ইনডেক্স key রিটার্ন করে
import pandas as pd
marks = {
'bangla':41,
'math':47,
'english':48
}
mark_series =pd.Series(marks)
mark_series.indexOutput :
Index(['name', 'roll'], dtype='object')Last updated