মডিউল ইম্পোর্ট করা (import Module )

Import Module

মনেকরি আমরা main.py নামে একটি ফাইলে কাজ করছি এখন mymodule.py ফাইলের বা মডিউলের ফাংশন বা ভ্যারিয়েবল টি আমাদের main.py ফাইলে দরকার তাহলে আমরা mymodule.py কে main.py ফাইলে নিচের মত করে ইম্পোর্ট করবো।

import mymodule

মনে রাখতে হবে main.py এবং mymodule.py ফাইল দুইটি একই ডিরেক্টরিতে রাখতে হবে।

Access Module function

mymodule.py মডিউলের welcome() মেথডটি main.py ফাইলে এক্সেস করার জন্য কোডটি নিচের মত হবে।

import mymodule
mymodule.welcome('Olee Ahmmed')

নিচের মত আউটপুট পাবো:

Hello Me. Olee AhmmedWelcome To Our World

Access Module Variable

mymodule.py মডিউলের country ভ্যারিয়েবল টি main.py ফাইলে এক্সেস করার জন্য কোডটি নিচের মত হবে।

import mymodule
print(mymodule.country)

নিচের মত আউটপুট পাবো:

Bangladesh

Import Only a Variable

from mymodule import country
print(country)

নিচের মত আউটপুট পাবো:

Bangladesh

Import only a method

from mymodule import welcome
welcome('olee')

নিচের মত আউটপুট পাবো:

Hello Me. oleeWelcome To Our World

Last updated