প্রিন্ট ফাংশনের প্যারামিটার
প্রিন্ট ফাংশনের কয়েকটি প্যারামিটার আছে যেমন sep='' (সেপারেটর ) মনেকরি আমরা দুইটি অবজেক্ট বা ভ্যারিয়েবল print করতে চাচ্ছি এবং ভ্যারিয়েবল দুটির মাঝে কোনো চিহ্ন যেমন (--- ) সেপারেটর হিসাবে দিতে চাচ্ছি তাহলে নিচের মত দিতে হবে।
a= 'hello'
b= 'world'
print(a,b,sep='---')
#outPut Will be
Hello---world
#আবার একটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতর দুই বা তার চেয়ে বেশি স্ট্রিং থাকতে পারে তখন নিচের মতো করে সেপারেট হবে
print('bangladesh','India',sep='---')
#out put will be
bangladesh---Indiaআমরা যখন পর পর দুইটা প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট করি তখন প্রথম প্রিন্ট শেষ হলে দ্বিতীয় প্রিন্ট ডিফল্ট ভাবে পরের লাইনে শো করে আমরা ইচ্ছা করলে তা মোডিফাই করতে পারি
print('hello',end='l')
print('world',end='1')
#output Will be
hellolworld1Last updated