প্রিন্ট ফাংশনের প্যারামিটার

প্রিন্ট ফাংশনের কয়েকটি প্যারামিটার আছে যেমন sep='' (সেপারেটর ) মনেকরি আমরা দুইটি অবজেক্ট বা ভ্যারিয়েবল print করতে চাচ্ছি এবং ভ্যারিয়েবল দুটির মাঝে কোনো চিহ্ন যেমন (--- ) সেপারেটর হিসাবে দিতে চাচ্ছি তাহলে নিচের মত দিতে হবে।

a= 'hello'
b= 'world'
print(a,b,sep='---')
#outPut Will be
  Hello---world


  #আবার একটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতর দুই বা তার চেয়ে বেশি স্ট্রিং থাকতে পারে তখন নিচের মতো করে সেপারেট হবে
  print('bangladesh','India',sep='---')
 
 #out put will be
  bangladesh---India

আমরা যখন পর পর দুইটা প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট করি তখন প্রথম প্রিন্ট শেষ হলে দ্বিতীয় প্রিন্ট ডিফল্ট ভাবে পরের লাইনে শো করে আমরা ইচ্ছা করলে তা মোডিফাই করতে পারি

print('hello',end='l')
print('world',end='1')
#output Will be
hellolworld1

Last updated