isinstance()
আমরা যদি চেক করতে চাই যে আমাদের অব্জেক্টটি কোনো নির্দিষ্ট ক্লাসের সাব ক্লাস কিনা তাহলে isinstance () মেথডে প্রথম প্যারামিটার এ অব্জেক্টটি এবং দ্বিতীয় প্যারামিটার এ প্যারেন্ট ক্লাসের নাম দিলে যদি সত্যি প্যারেন্ট ক্লাসের সাব ক্লাস হয় তবে TRUE রিটার্ন করবে না হলে FALSE রিটার্ন করবে।
class Vichlee:
brand= 'Toyota'
def welcome(self):
pass
class Car(Vichlee):
def get_brand(self):
print(super().brand)
car = Car()
car.get_brand()
print(isinstance(car,Vichlee))
# ===== Output ====
TRUE
Last updated